কর অঞ্চল-বগুড়া প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। পূর্বে এটি কর অঞ্চল-রাজশাহী এর আওতাধীন ছিল। বর্তমানে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা নিয়ে কর অঞ্চল-বগুড়া রাজস্ব আহরণে নিয়োজিত। এর প্রধান কার্যালয় বাড়ি-১৩,রোড নং-০১, উপশহর, বগুড়ায় অবস্থিত। কর অঞ্চল-বগুড়ার অধীনে ২২ টি সার্কেল অফিস ও ০৪টি পরিদর্শী রেঞ্জ অফিস গঠিত। কর অঞ্চল-বগুড়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সরকারের তৃতীয় গ্রেডের একজন কর্মকর্তা । বর্তমানে সুযোগ্য কর কমিশনার জনাব মোহাম্মদ বজলুর রহমান খান, কর অঞ্চল-বগুড়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস